Khoborerchokh logo

ইফার সাবেক ডিজি শামিম আফজাল মৃত্যুবরণ করেছেন । 342 0

Khoborerchokh logo

ছবি,ইফার সাবেক ডিজি শামিম আফজাল

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের (ইফা) সাবেক মহাপরিচালক শামিম মুহাম্মদ আফজাল আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) বৃহস্পতিবার ( ২৫ জুন) রাত ১০ টায় তিনি ইন্তেকাল করেন। 
শামিম মুহাম্মদ আফজালের বেয়াই ও ঢাকা দক্ষিণ জাসদের সভাপতি শহিদুল ইসলাম ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শহিদুল ইসলাম জানান, শামিম আফজাল দীর্ঘ দিন ধরে ক্যান্সারের রোগী ছিলেন। তিন বছর ধরে তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। দেশের বাহিরে সিঙ্গাপুরেও তার চিকিৎসা হয়েছিলো।  মোহাম্মদপুরে সেন্টাল হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১০ টায় মৃত্যুবরণ করেন। 
তিনি আরো জানান, আগামী সকাল ৮ টায় নারিন্দাস্থ মশুরীখোলা দরবার শরীফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  সেখান থেকে বাদ জুম্মা পর নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরে তাকে দাফন করা হবে। 



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com